ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

সুগন্ধায় লঞ্চে আগুনে হতাহতদের সার্বিক সহায়তার সুপারিশ

প্রকাশিত: ১৫:০৭, ২৭ ডিসেম্বর ২০২১

সুগন্ধায় লঞ্চে আগুনে হতাহতদের সার্বিক সহায়তার সুপারিশ

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের সার্বিক সহায়তার সুপারিশ করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের সভাপতিত্বে সংসদ ভবনে সভাটি অনুষ্ঠিত হয়। কমিটি ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে।

কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ও এস এম শাহজাদা সভায় অংশগ্রহণ করেন।

সভায় জাতীয় সংসদ থেকে কমিটিতে প্রেরিত ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১’ নিয়ে আলোচনা করা হয়। সংশোধিত আকারে বিলটি চূড়ান্ত করে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে উত্থাপনের সুপারিশ করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

গাজীপুর কথা