ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

যেসব হলে দেখা যাবে ‘অপারেশন সুন্দরবন’

প্রকাশিত: ১৭:০৩, ২৩ সেপ্টেম্বর ২০২২

যেসব হলে দেখা যাবে ‘অপারেশন সুন্দরবন’

যেসব হলে দেখা যাবে ‘অপারেশন সুন্দরবন’

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দস্যুমুক্ত করতে অ্যালিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘অপারেশন সুন্দরবন’।

জানা যায়, ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি শুক্রবার (২৩ সেপ্টেম্বর) থেকে দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে দেখা যাবে।

এতে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, মনোজ প্রামাণিক, দর্শনা বণিক, তাসকিন আহমেদ, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।

সিনেমাটি দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে- ঢাকা স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখা, ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিউচার পার্ক, শ্যামলী সিনেমা, মধুমিতা, চিত্রামহল, আনন্দ, সৈনিক ক্লাব, গীত সিনেমা, বি.ডি.আর (পিলখানা), কেরানীগঞ্জ লায়ন সিনেমাস, সাভার চন্দ্রিমা সিনেমা, সেনা অডিটোরিয়াম (নবীনগর)।

ঢাকার বাইরে নারায়ণগঞ্জ সিনে স্কোপ, সিলেট গ্র‌্যান্ড সিনেপ্লেক্স, চট্টগ্রাম সিলভার স্ক্রীন, সিনেমা প্যালেস, সুগন্ধা সিনেমা, সিরাজগঞ্জ রুটস সিনেক্লাব, বগুড়া মধুবন সিনেপ্লেক্স, কাঁচপুর চাঁদমহল সিনেমা, নারায়ণগঞ্জ নিউমেট্রো সিনেমা, জয়দেবপুর বর্ষা সিনেমা, শেরপুর সত্যবতী, খুলনা শঙ্খ, লিবার্টি, ময়মনসিংহ ছায়াবাণী, রংপুর শাপলা, বরিশাল অভিরুচি, যশোর মণিহার ও কিশোরগঞ্জের আনন্দ হলে দেখা যাবে সিনেমাটি।