ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পোশাক থেকে ঘামের দাগ উঠছে না? জানুন সহজ উপায়

প্রকাশিত: ০৩:৪৫, ১৫ মে ২০২২

পোশাক থেকে ঘামের দাগ উঠছে না? জানুন সহজ উপায়

গরমকাল মানেই কাঠফাটা রোদ আর প্রবল ঘাম। অতিরিক্ত ঘাম হওয়ার ফলে অনেক সময় জামাকাপড়ে চাকা চাকা দাগ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে ভাল করে ধুলেই এই দাগ উঠে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে কড়া দাগ তোলা বেশ কঠিন হয়ে উঠে।

তবে কয়েকটি ঘরোয়া পদ্ধতি প্রয়োগে সহজেই উঠবে ঘামের কড়া দাগ। দেখে নিন কী করবেন -

> জামাকাপড় থেকে ঘামের দাগ পরিষ্কার করতে অ্যাসপিরিন ট্যাবলেট ব্যবহার করতে পারেন। ২-৩টি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে দুই টেবিল চামচ পানিতে গুলে পোশাকে লাগিয়ে দিন। এরপর টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষুন। তারপর পানিতে ধুয়ে ফেলুন।

> আধা কাপ গরম পানিতে ৩-৪ টেবিল চামচ খাবার সোডা মিশিয়ে কাপড়ের দাগের উপর ঢালুন। আলতো করে ঘষুন জায়গাটা। তারপর পানিতে ধুয়ে ফেলুন।

> ভিটামিন সি সমৃদ্ধ লেবু অ্যাসিডিক প্রকৃতির। এটি জামাকাপড়ের দাগ দূর করতে দুর্দান্ত কার্যকর। ৪-৫ টেবিল চামচ লেবুর রস আধা কাপ পানিতে মিশিয়ে নিন। এই মিশ্রণটি কাপড়ের দাগের উপর ঢেলে এক ঘণ্টা রেখে দিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

> গরম পানিতে কিছুটা লবণ মিশিয়ে নিয়ে দাগের উপর ঢেলে দিন। মিনিট পাঁচেক পর ধুয়ে নিন পোশাক।

> হাইড্রোজেন পারক্সাইড ও পানি সমপরিমাণ মিশিয়ে নিন। দাগের জায়গাটা আধা ঘণ্টা এই পানিতে ভিজিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন সাধারণ পানি দিয়ে। তবে এই মিশ্রণ কিন্তু ভুল করেও রঙিন জামাকাপড়ে ব্যবহার করবেন না।

সূত্র: বোল্ডস্কাই

গাজীপুর কথা