ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

৩৩ ঘন্টা পর উদ্ধার ৪ বছরের জীবিত শিশু

প্রকাশিত: ১১:২৯, ৮ ফেব্রুয়ারি ২০২৩

৩৩ ঘন্টা পর উদ্ধার ৪ বছরের জীবিত শিশু

তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে ৪ বছরের এক মেয়েকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত

তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৪ বছরের এক মেয়েকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের ৩৩ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানে ৭.৮ মাত্রার  শক্তিশালী ভূমিকম্প। তুরস্কের স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে ভূমিকম্পটি হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে।

ভূমিকম্পে তুরস্কের পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিরিয়াও। হাজার হাজার ভবন মাটির সঙ্গে মিশে গেছে। যার নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ। তাদের উদ্ধারে সোমবার সকাল থেকেই নিরবচ্ছিন্ন অভিযান চলছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সেই অভিযান অব্যাহত রয়েছে।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রায় আড়াই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনটাই অনুমান করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলেছে, তাদের হিসাবে অনুযায়ী, দুই দেশ মিলিয়ে দুই কোটি ৩০ লাখ মানুষ ভূমিকম্পের শিকার হয়েছে। এর মধ্যে প্রায় ১০ লাখেরও বেশি শিশু।

ভূমিকম্পে এরই মধ্যে তুরস্ক-সিরিয়া সীমান্ত এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ১৭ হাজারের বেশি মানুষ। আহতদের চিকিৎসাসেবা দিতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে। এদিকে হতাহতের সংখ্যা ৮ গুণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তুরস্কে ২৪ হাজারের বেশি দুর্যোগ ও জরুরি কর্মকর্তা উদ্ধারকাজে যোগ দিয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বেঁচে যাওয়া মানুষেরাও। তবে প্রচণ্ড বৈরী আবহাওয়ার ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। সময়মতো বেঁচে থাকা মানুষের কাছে তারা পৌঁছাতে পারছেন না। এ কারণে মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে।