ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বৃদ্ধ বয়সে যমজ সন্তানের মা হলেন রূপা!

প্রকাশিত: ২০:০৭, ৩ ডিসেম্বর ২০২২

বৃদ্ধ বয়সে যমজ সন্তানের মা হলেন রূপা!

বৃদ্ধ বয়সে যমজ সন্তানের মা হলেন রূপা!

২০১৯ সালে ট্রেন দুর্ঘটনায় একমাত্র ছেলের মৃত্যু হয়। ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে যান রূপা দত্ত (৫৪)। একাকিত্ব ও মানসিক যন্ত্রণা কুরে কুরে খাচ্ছিল বৃদ্ধ দম্পতিকে। অবশেষে রূপার কোলজুড়ে এসেছে যমজ সন্তান।

রূপার স্বামী তপন দত্তের বয়স ৭০ বছর। এই বৃদ্ধ দম্পতির বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, একমাত্র সন্তানের মৃত্যুর পর আবার সন্তান নেওয়ার ইচ্ছা পোষণ করেন রূপা। এ বয়সে সন্তানের জন্ম দিতে গিয়ে বাধা হয়ে দাঁড়ায় শারীরিক অসুবিধা। পরে এই দম্পতি হাওড়ার বালি এলাকার এক চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর গর্ভধারণ করেন রূপা।

গত ১০ অক্টোবর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রূপাকে। সেখানে যমজ শিশুর জন্ম দেন তিনি। তবে শারীরিক সমস্যার কারণে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয় রূপাকে। গত বুধবার শিশুদের নিয়ে অশোকনগর কাকপুল নয়া সমাজের নিজ বাড়িতে আসেন দত্ত দম্পতি। বর্তমানে দুই সন্তান ও তাদের মা সুস্থ আছেন।