ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, ৯ শ্রমিক নিহত

প্রকাশিত: ২৩:২৬, ৩০ নভেম্বর ২০২২

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ, ৯ শ্রমিক নিহত

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণ

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনওয়ার একটি কয়লাখনির ভেতর বিস্ফোরণ ঘটেছে। এতে নিহত হয়েছেন ৯ জন শ্রমিক এবং আহত হয়েছেন আরও ৪ জন।

খাইবার পাখতুনওয়া পুলিশের উপ কমিশনার আদনান ফরিদ বার্তাসংস্থা রয়টার্সকে জানান, প্রদেশের ওরাকজি জেলায় ঘটেছে এই ঘটনা।

তিনি বলেন, ‘দুর্ঘটনার সময় খনিটিতে ১৩ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণে ঘটনাস্থলেই তাদের ৯ জন নিহত হয়েছেন, ৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।’

আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে এই কর্মকর্তা আরও বলেন, ‘সরকারের খনি দপ্তরের কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বলেছেন, খনি থেকে জ্বালানি গ্যাসের নিঃস্বরণই এই বিস্ফোরণের জন্য দায়ী।’

পাকিস্তানের অভ্যন্তরীণ কয়লার মজুতের জন্য খাইবার পাখতুনওয়া পরিচিত। দেশটিতে যে কয়েকটি কয়লাখনি রয়েছে, সবই খাইবার পাখতুনওয়ায়।

তবে এসব খনি এলাকায় দুর্ঘটনাও বেশ নিয়মিত ব্যাপার। অধিকাংশ ক্ষেত্রেই দুর্ঘটনার কারণ খনির ভেতরকার জ্বালানি গ্যাস।

শ্রমিক সংগঠনের নেতারা জানিয়েছেন, পাকিস্তানের সরকার খনি শ্রমিকদের নিরাপত্তার প্রশ্নে বরাবরই উদাসীন। যদি নিরাপত্তা পরিস্থিতি ও ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশের উন্নয়নে সরকার সচেষ্ট হতো, সেক্ষেত্রে অধিকাংশ দুর্ঘটনা এড়ানো যেতো বলে তাদের দাবি।