ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত: ২১:৪৯, ১ অক্টোবর ২০২২

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। শনিবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

গত ২০ আগস্ট ইসলামাবাদে ইমরান খান তার দল পাকিস্তান তেহরিক ই ইসলামের সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীরর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন। ওই ইস্যুতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ডন জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর সিভিল জজ বিচারক রানা মুজাহিদ রহিম গ্রেপ্তারি পরোয়ানাটি ইস্যু করেছেন।

ইসলামাবাদ পুলিশ পরবর্তীতে এক বিবৃতিতে গ্রেপ্তারি পরোয়ানার কারণ ব্যাখ্যা করে বলেছে, এটি একটি ‘আইনি প্রক্রিয়া।’

পুলিশ জানিয়েছে, মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার পর ইসলামাবাদ হাইকোর্ট ইমরানের বিরুদ্ধে নথিভুক্ত মামলা থেকে সন্ত্রাসের অভিযোগ বাতিল করে। এটি পরে দায়রা আদালতে স্থানান্তর করা হয়। পিটিআই প্রধান সেখান থেকে জামিন পাননি। এছাড়া  তিনি এই বিষয়ে আদালতের সর্বশেষ শুনানিতেও উপস্থিত ছিলেন না। আদালতে তার উপস্থিতি নিশ্চিত করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।