ঢাকা,  মঙ্গলবার  ২৩ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নতুন যে প্রস্তাব দিলেন তুরস্কের প্রেসিডেন্ট

প্রকাশিত: ২৩:২৯, ৩০ মে ২০২২

নতুন যে প্রস্তাব দিলেন তুরস্কের প্রেসিডেন্ট

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোমবার ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান। 

এই ফোনালাপের পর একটি বিবৃতি দিয়েছে তুরস্ক। 

বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোগান জানিয়েছেন তারা রাশিয়া, ইউক্রেন এবং জাতিসংঘের সঙ্গে ইস্তানবুলে আলোচনায় বসতে প্রস্তুত আছেন এবং যদি দুই পক্ষ রাজি হয় তাহলে সম্ভাব্য পর্যবেক্ষন প্রক্রিয়ায় অংশ নিতে পারে।

এছাড়া এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন যুদ্ধের নেতিবাচক দিকগুলো যেন কম থাকে সেদিকটি নিশ্চিত রাখতে তিনি যেন পদক্ষেপ নেন। 

এরদোগান পুতিনকে আরও বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যত দ্রুত সম্ভব শান্তি প্রতিষ্ঠা করার জন্য। 

এদিকে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা সর্বশেষবার ২৯ মার্চ তুরস্কে আলোচনায় বসেছিলেন। কিন্তু  তুরস্কের মধ্যস্থতায় হওয়া সে আলোচনায় কোনো ফলাফল আসেনি। 

সূত্র: সিএনএন