
সিসি ক্যামেরা বন্ধ করে থানা থেকে মদ চুরি পুলিশের
পুলিশের বাজেয়াপ্ত করা মদের বোতল চুরির অভিযোগ উঠলো থানারই এক পুলিশকর্তা এবং কনস্টেবলদের বিরুদ্ধে। অভিযোগ, থানায় বাজেয়াপ্ত করা মদ যেখানে সংরক্ষণ করা হয়েছিল, সেখান থেকে থানার সিসিটিভি ক্যামেরা বন্ধ করে তারা এসব মদের বোতল সরিয়ে নেন। এ ঘটনায় থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর এবং আরো চার কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।
সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ঘটনাটি গুজরাতের মহিসাগর জেলার। এক পাচারকারী থেকে ৭৫টি পাখা এবং ৪৮২ বোতল মদ জব্দ করে পুলিশ, আর তা রাখা ছিল বাকোর থানায়। এর মধ্যে ১২৫টি মদের বোতল চুরির করার অভিযোগ উঠে।
ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) পিএস ভালবি জানান, জব্দ করা মালামাল যেখানে রাখার কথা ছিল, সেই স্থানটি আগে থেকেই ভর্তি হয়ে গিয়েছিল। তাই খালি থাকা নারীদের লকআপে তা রাখা হয়েছিল। সম্প্রতি লকআপ পরিষ্কার করতে গিয়ে দেখা যায় কয়েকটি ভাঙা বোতল পড়ে আছে। তাতেই পুলিশের সন্দেহ হয়।
পরে তদন্তের মাধ্যমে জানা যায়, অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টরের নেতৃত্বে ওই মদ চুরির পরিকল্পনা হয়েছিল। কর্তব্যরত অবস্থায় থাকাকালীন তারা পাঁচ জন মিলে বোতল সরান। এ সময় কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় থানার সিসিটিভি ক্যামেরা।
এ ঘটনায় থানার বাইরের একজনও জড়িত আছে বলে জানিয়েছে পুলিশ। কিন্তু তিনি পলাতক। অপরদিকে অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর এবং চার কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।