
ট্রেড মিলে দৌড়াতে দৌড়াতে যুবকের হঠাৎ মৃত্যু
জিমে গিয়ে ট্রেড মিলে দৌড়াচ্ছিলেন এক ব্যক্তি। কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ শহরের একটি জিমে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার গাজিয়াবাদের সরস্বতী বিহার এলাকার একটি জিমে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম সিদ্ধার্থ কুমার সিং। তিনি নিয়মিত জিম করতেন।
জিমের সিসি ক্যামেরায় ধারন করা একটি ভিডিওতে দেখা গেছে, ট্রেড মিলে দৌড়াচ্ছেন সিদ্ধার্থ। আচমকাই জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। জিমে থাকা অন্যরা ছুটে আসেন। সিদ্ধার্থকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান তার আগেই মৃত্যু হয়েছে।
গত ৫ মে বালোদ জেলার ডাল্লি-রাঝারা শহরতলিতে একটি বিয়েবাড়িতে নাচতে নাচতে মৃত্যু হয় দিলীপ রাউজকর নামের এক ব্যক্তির। তিনি ভিলাই স্টিল প্ল্যান্টের ম্যানেজার ছিলেন। ঘটনার দিন ভাইপোর বিয়েতে যোগ দিয়েছিলেন তিনি। বিয়েবাড়ির একদিকে নব বর-বধূর বসার জন্য একটি সুসজ্জিত মঞ্চ বাঁধা হয়েছিল। নব বিবাহিত যুগল এবং অন্যদের সঙ্গে একটি পাঞ্জাবি গানের সঙ্গে তুমুল নাচে মাতেন দিলীপ।