বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩,   আশ্বিন ১৩ ১৪৩০,  ১২ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

ইলন মাস্কের সঙ্গে পরকীয়া সন্দেহে স্ত্রীকে ডিভোর্স দিলেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা

প্রকাশিত: ১৬:২৬, ১৭ সেপ্টেম্বর ২০২৩

ইলন মাস্কের সঙ্গে পরকীয়া সন্দেহে স্ত্রীকে ডিভোর্স দিলেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা

ইলন মাস্কের সঙ্গে পরকীয়া সন্দেহে স্ত্রীকে ডিভোর্স দিলেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন সন্দেহে স্ত্রী নিকোল শানাহানকে ডিভোর্স দিয়েছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। গত ২৬ মে তাদের বিচ্ছেদ ঘটেছে।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ইলন মাস্ক নিকোলার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, নিকোল আমার একজন ভালো বন্ধু। কিন্তু মাস্কের এ কথায় কোনো কাজ হয়নি।

এর আগে ২০১৫ সালে প্রথম স্ত্রী অ্যানে ওজচিক্কির সঙ্গে বিচ্ছেদ হয়েছিল বিশ্বের অন্যতম ধনকুবের সের্গেই ব্রিনের। ওই বছরই পেশায় আইনজীবী ও শিল্প উদ্যোক্তা নিকোল শানাহানের সঙ্গে প্রেম শুরু করেন তিনি। এরপর তিন বছর পর ২০১৮ সালে তারা বিয়ে করেন।

এদিকে মাস্কের সঙ্গে ব্রিনের দ্বিতীয় স্ত্রী নিকোল শানাহানের সম্পর্ক নিয়ে খবর ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। মার্কিন সংবাদ মাধ্যমগুলোতেও দু’জনের সম্পর্ক নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

৫০ বছর বয়সী গুগল সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন বিশ্বের নবম ধনী ব্যক্তি। ব্লমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, তার সম্পদের পরিমাণ ১১৮ বিলিয়ন।