ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

১৮ আগস্ট: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

প্রকাশিত: ১২:৫৪, ১৮ আগস্ট ২০২২

১৮ আগস্ট: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ইতিহাসের এই দিনে

ইতিহাস হলো প্রজন্ম থেকে প্রজন্ম চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।

আজ ১৮ আগস্ট, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৩০তম (অধিবর্ষে ২৩১তম) দিন। বছর শেষ হতে আরও ১৩৫ দিন বাকি রয়েছে। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এ দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১২০১: রিগা শহর প্রতিষ্ঠিত হয়।
১৫৮৭: আমেরিকায় প্রথম ইংরেজ শিশু ভার্জিনিয়া ডেয়ারের জন্ম।
১৮০০: লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন।
১৮০৪: ফ্রান্সের সংসদ সিনেটে এক আইন পাসের মধ্য দিয়ে নেপোলিয়ান বেনাপোর্ট সে দেশের সম্রাট হিসেবে আত্মপ্রকাশ করেন ।
১৮১২: স্মোলেনস্কের যুদ্ধে রুশরা নেপোলিয়ানের কাছে পরাজিত হয়।
১৮৩০: ফ্রান্স আলজেরিয়া দখলের জন্য ব্যাপক সামরিক অভিযান শুরু করে ।
১৯৪৫: তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজি সুভাষচন্দ্র বসু নিহত হন বলে সংবাদ প্রচারিত হয়।
১৯৫৮: ব্রজেন দাস প্রথম বাঙালি ও প্রথম এশীয় হিসেবে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন।

১৯৫৮: ব্লাদিমির নবোকভের বিখ্যাত ও বিতর্কিত উপন্যাস ‘ললিতা’ যুক্তরাষ্ট্রে প্রকাশ হয়।
১৯৬১: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু।
১৯৬৩: জেমস মেরেডিথ প্রথম কালো নাগরিক যিনি মিসিসিপি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
১৯৭১: ভিয়েতনাম যুদ্ধে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের সেনা দল ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়।
১৯৭৪: ভারত পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থান প্রদেশের মরুভূমিতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালায়।
২০০৮: পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ চাপের মুখে পদত্যাগ করেন।

জন্ম
১৭০০: প্রথম বাজিরাও, একজন প্রসিদ্ধ ভারতীয় সেনাপতি।
১৭৫০: আন্তোনিও সালিয়েরি, ইতালীয় ধ্রুপদি সুরকার, সংগীত পরিচালক ও শিক্ষক।
১৭৯৪: জন ক্লার্ক মার্শম্যান ইংরেজ সাংবাদিক ও ঐতিহাসিক, জনপ্রিয় সংবাদপত্র ‘ফ্রেন্ড অব ইন্ডিয়া’র প্রকাশক।
১৮৫০: ফরাসি সাহিত্যিক বালজাক।
১৯০০: বিজয়লক্ষ্মী পণ্ডিত, ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ ও রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে ভারতের প্রথম নারী সভাপতি।
১৯০৮: বিল মেরিট, নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।
১৯২৭: রোজালিন কার্টার, মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি জিমি কার্টারের সহধর্মিণী।
১৯৩৩: রোমান পোলানস্কি, পোল্যান্ডীয় চলচ্চিত্র পরিচালক।
১৯৩৩: জুস্ত ফোঁতেন, ফ্রান্সের সাবেক ফুটবল খেলোয়াড়।
১৯৩৪: গুলজার, প্রখ্যাত ভারতীয় কবি, সুরকার ও চলচ্চিত্র পরিচালক।
১৯৩৫: গেইল ফিশার, আমেরিকান অভিনেত্রী।
১৯৩৬: রবার্ট রেডফোর্ড, আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
১৯৪৮: ফারুক, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ।
১৯৪৯: সেলিম আল দীন, বাংলাদেশি নাট্যকার, গবেষক।
১৯৫৪: ভি কে শশিকলা, ভারতীয় ব্যবসায়ী নারী রাজনীতিবিদ।
১৯৫৬: সন্দ্বীপ পাতিল, ভারতের সাবেক ও প্রথিতযশা আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৬৭: দলের মেহেন্দী, ভারতীয় কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, লেখক, প্রযোজক, সম্পাদক ও পরিবেশবিদ।
১৯৬৯: এডওয়ার্ড নর্টন, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও সমাজকর্মী।
১৯৮০: এস্তেবান কাম্বিয়াসো, সাবেক আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়।
১৯৮৩: ক্যামেরন হোয়াইট, অস্ট্রেলীয় ক্রিকেটার ও মেলবোর্ন স্টার্সের অধিনায়ক।
১৯৯৩: মিয়া মিচেল, কজন অস্ট্রেলিয়ান অভিনেত্রী ও গায়িকা।
মৃত্যু

১২২৭: চেঙ্গিস খান, প্রধান মঙ্গোল রাজনৈতিক ও সামরিক নেতা বা মহান খান, ইতিহাসেও তিনি অন্যতম বিখ্যাত সেনাধ্যক্ষ ও সেনাপতি।
১৬৪৮: ইব্রাহিম (ওসমানীয় সুলতান), অটোমান সাম্রাজ্যের সুলতান ছিলেন।
১৮৫০: অনরে দ্য বালজাক, ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক ও নাট্যকার।
১৮৯৮: রামতনু লাহিড়ী, বাঙালি সমাজসংস্কারক ও শিক্ষাসংগঠক।
১৯৪৫: সরলা দেবী চৌধুরানী, বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী।
১৯৪৫: সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা।

১৯৬৮: মওলানা মুহাম্মদ আকরাম খাঁ, একজন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ।
১৯৬৯: হুমায়ুন কবির, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক।
১৯৭৫: শওকত আলী, রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের একজন অন্যতম নেতা।
১৯৮০: দেবব্রত বিশ্বাস, স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত গায়ক ও শিক্ষক।
১৯৯৮: পার্সিস খামবাট্টা, একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী।
২০০৯: কিম দায়ে জং, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ছিলেন।
২০১৫: শুভ্রা মুখোপাধ্যায়, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী।

আরো পড়ুন