ঢাকা,  বৃহস্পতিবার  ১৮ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন

প্রকাশিত: ০৯:৪৯, ১৫ মে ২০২২

বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন

১০ মার্চ পূর্ব পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। যুক্তফ্রন্ট ২৩৭ টি আসনের মধ্যে ২২৩ টি আসনে জয়লাভ করে। আওয়ামী লীগ একাই ১৪৩ টি আসনে জয়ী হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ আসন থেকে নির্বাচিত হন এবং ১৫ মে নতুন প্রাদেশিক সরকারের মন্ত্রী হিসেবে যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় কনিষ্ঠ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মন্ত্রীসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, ঋণ, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। ২৯ মে ভারত স্বাধীনতা আইন- ১৯৪৭, প্রয়োগ করে কেন্দ্রীয় পাকিস্তান সরকার হঠাৎ করে যুক্তফ্রন্টের মন্ত্রিসভা ভেঙে দেয়। ৩০ মে শেখ মুজিবুর রহমান করাচি থেকে ঢাকায় পদার্পণ করা মাত্রই গ্রেফতার হন। ২৩ ডিসেম্বর তাঁকে মুক্তি দেয়া হয়।

গাজীপুর কথা

আরো পড়ুন