ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

১৬ এপ্রিল: ইতিহাসের পাতায় নানা ঘটনা

প্রকাশিত: ০৫:৫৫, ১৬ এপ্রিল ২০২২

১৬ এপ্রিল: ইতিহাসের পাতায় নানা ঘটনা

বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ঘটনা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।

আজ ১৬ এপ্রিল, ২০২২ (শনিবার)। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এ দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি:
১৮৫৩ - মুম্বাইয়ে প্রথম ট্রেন চলাচলের মাধ্যমে ভারতীয় রেলপথের সূচনা হয়।
১৯১২ - হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম নারী হিসেবে বিমানে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
১৯১৭ - ভ্লাদিমির ইলিচ লেনিন সুইজারল্যান্ড থেকে পেত্রোগ্রাদে ফিরে আসেন।
১৯১৭ - লেনিন বিখ্যাত ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন।
১৯১৭ - জার্মানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করে।
১৯৪৮ - সশস্ত্র ইহুদিবাদী ইসরাইলিরা ফিলিস্তিনের একটি ইংরেজ সেনা ঘাঁটিতে হামলা চালালে ৯০ জন ফিলিস্তিনি নিহত হন।
১৯৬১ - কিউবান নেতা ফিদেল কাস্ত্রো জাতীয় সম্প্রচার মাধ্যমে ঘোষণা দেন যে, তিনি মার্কসবাদী-লেনিনবাদী এবং কিউবায় কমিউনিজম ব্যবস্থা প্রচলন করতে যাচ্ছেন।
১৯৯৭ - মক্কা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত মিনায় হাজি ক্যাম্পে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৩৪৩ জন হাজি অগ্নিদগ্ধ হয়ে মারা যান এবং এক হাজার ২৯০ জন আহত হন।
২০০১ -  ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচ দিনের সীমান্ত সংঘর্ষ শুরু হয়, যা কোনো রকম সমাধান ছাড়াই সমাপ্ত হয়।
২০০৭ - আইভরি কোস্টের তৎকালীন প্রেসিডেন্ট লরেন্ট বাগবো প্রথম গৃহযুদ্ধের অবসানের ঘোষণা দেন।

জন্ম:
১৩১৯ - জন দ্বিতীয়, তিনি ছিলেন ফ্রান্সের রাজা।
১৬৪৬ - ফ্রান্সের বিশিষ্ট স্থপতি জুলিস হার্ডোইন ম্যানসার্ট।
১৭২৮ - জোসেফ ব্ল্যাক, তিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত স্কটস চিকিৎসক ও রসায়নবিদ।
১৮৩৯ - ইতালীয় রাজনীতিক ও ১২তম প্রধানমন্ত্রী আনাটলে ফ্রাঞ্চে স্টারাবা।
১৮৪৪ - আনাটলে ফ্রাঞ্চে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি সাংবাদিক, লেখক ও কবি।
১৮৬৭ - উইলবার রাইট, তিনি ছিলেন উড়োজাহাজের আবিষ্কারক।
১৮৮৫ - বিপ্লবী উল্লাসকর দত্ত, তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব।
১৮৮৯ - চার্লি চ্যাপলিন, তিনি ছিলেন ইংরেজ চলচ্চিত্র অভিনেতা।
১৮৯৬ - রোমানীয় ফরাসি কবি ও সমালোচক ক্রিস্টান জারা।
১৯২১ - পিটার উস্টিনোভ, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯২৭ - পোপ বেনেডিক্ট ষোড়শ জন্মগ্রহণ করেন।
১৯৪৭ - গেরি রাফেরটয়, তিনি ছিলেন স্কটিশ গায়ক ও গীতিকার।
১৯৫৪ - মার্কিন অভিনেত্রী এলেন বারকিন।
১৯৬০ - রাফায়েল বেনিতেজ, তিনি সাবেক স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজার।
১৯৬০ - পিয়ের লিটবারস্কি, তিনি সাবেক জার্মান ফুটবলার ও ম্যানেজার।
১৯৬৫ - মার্টিন লরেন্স, তিনি মার্কিন অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
১৯৭২ - কোনকিতা মার্টিনেজ, তিনি সাবেক স্প্যানিশ বংশোদ্ভূত মার্কিন টেনিস খেলোয়াড়।
১৯৭৭ - সুইডিশ ফুটবলার ফ্রেড্রিক লুক্সুমবার্গ।
১৯৭৮ - লারা দত্ত, তিনি ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৮৫ - টায়ে টাইও, তিনি নাইজেরিয়ান ফুটবলার।
১৯৮৬ - শিনজি অকাযাকি, তিনি জাপানি ফুটবলার।
১৯৮৭ - আরন লেননোন, তিনি ইংরেজ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু:
০০৬৯ - ওঠো, তিনি ছিলেন রোমান সম্রাট।
১৭৮৮ - জর্জ-লুই ল্যক্লের, কোঁত দ্য বুফোঁ, ফরাসি গণিতবিদ, তিনি ছিলেন ফরাসি প্রকৃতিবিদ, গণিতজ্ঞ, জীববিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ ও লেখক।
১৮৫০ - মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা ম্যারি তুসো।
১৮৫৯ - অ্যালেক্সিস ডি টকুয়েভিলে, তিনি ছিলেন ফরাসি ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও পররাষ্ট্রমন্ত্রী।
১৮৯৬ - কাঙাল হরিনাথ, তিনি ছিলেন বাংলা লোকসংস্কৃতির অন্যতম ধারক ও বাহক হিসেবে পরিচিত বাউল সঙ্গীতের অন্যতম পথিকৃৎ।
১৯১৬ - টমাস প্যাট্রিক হোরান, তিনি ছিলেন আয়ারল্যান্ড বংশোদ্ভূত অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯২৮ - পাভেল আক্সেলরদ, তিনি ছিলেন রুশ মেনশেভিক ও সমাজ-গণতন্ত্রী।
১৯৫১ - অদ্বৈত মল্লবর্মণ, তিনি ছিলেন বাঙালি ঔপন্যাসিক।
১৯৫৮ - রোজালিন্ড ফ্রাঙ্কলিন, তিনি ছিলেন ইংরেজ ভৌত রসায়নবিদ ও ক্রিস্টালবিদ।
১৯৬৬ - বাঙালি চিত্রশিল্পী নন্দলাল বসু।
১৯৭১ - সিপাহী মোস্তফা কামাল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা।
১৯৭২ - নোবেল পুরস্কার বিজয়ী জাপানি লেখক ইয়াসুনারি কাওয়াবাতা।
২০১৫ - স্টানিস্লাভ গ্রস, তিনি ছিলেন চেক আইনজীবী, রাজনীতিবিদ ও চেক প্রজাতন্ত্রের ৫তম প্রধানমন্ত্রী।
২০২১ - সারাহ বেগম কবরী, কিংবদন্তি বাংলাদেশি অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, সাবেক সাংসদ।
২০২১ - পিডিএফ ও ফটোশপের উদ্ভাবক ও সফটওয়্যার কোম্পানি এডোবির সহ-প্রতিষ্ঠাতা চার্লস গ্যাসকি।

গাজীপুর কথা

আরো পড়ুন