ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু রুখে দাঁড়িয়েছিলেন

প্রকাশিত: ১৬:২৯, ২৬ মার্চ ২০২২

নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু রুখে দাঁড়িয়েছিলেন

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আপসহীন নেতা। তিনি পাকিস্তানিদের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন।

শনিবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে শিল্প মন্ত্রণালয়।

এ সময় শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন পাকিস্তানিদের কবল থেকে স্বাধীনতা না পেলে এদেশের মানুষের প্রকৃত মুক্তি আসবে না। কেননা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সব ক্ষেত্রেই পাকিস্তানিরা বাঙালিদের দাবিয়ে রাখতে চেষ্টা করেছিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন। তার পরিকল্পনা ও প্রচেষ্টায় বাংলাদেশ এখন উন্নত দেশ হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন সূচকে বাংলাদেশ ঈর্ষণীয় উন্নতি লাভ করেছে।
 
শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় শিল্পসচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দফতর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

গাজীপুর কথা

আরো পড়ুন