ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

অবশেষে দেখা মিললো সেই মুক্তিযোদ্ধার দ্বিতীয় ছবির

প্রকাশিত: ১২:৩৮, ১৫ ডিসেম্বর ২০২১

অবশেষে দেখা মিললো সেই মুক্তিযোদ্ধার দ্বিতীয় ছবির

প্রথম ছবিটি দীর্ঘদিন ধরেই অন্তর্জালে 'দৃঢ়চেতা মুক্তিযোদ্ধা'র ছবি হিসেবে দেখেছি আমরা। ছবির মানুষটির পরিচয় অথবা ছবির স্থান কিছুই জানা ছিলোনা আমাদের।

বাংলাদেশের এই দুঃসাহসী বীরের আরেকটি ছবি (ডান দিকে) সম্প্রতি জনসম্মুখে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বারোজন নির্লিপ্ত দর্শকের মাঝ দিয়ে গৌরবের সাথে পা ফেলছেন তিনি। দিনশেষে, 'মানুষ আর অমানুষের' লড়াইয়ে জিতেছিলেন বাংলার বীর।

আলোকচিত্রীর তথ্য অনুসারে একাত্তরের এপ্রিলে কুষ্টিয়ায় তোলা ছবি এটি। একাত্তরে ছবি দুটি তুলেছিলেন ফ্রেঞ্চ আলোকচিত্রী, অ্যান ডি হেনিং (Anne de Henning) সম্প্রতি শিল্পকলা একাডেমীতে তাঁর তোলা বেশ কিছু ছবি নিয়ে একটি প্রদর্শনী চলমান, যা ৩১ ডিসেম্বর পর্যন্ত অব্যহত থাকবে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নাম না জানা এই বীরের প্রতি আমাদের নতজানু শ্রদ্ধা।
সংগ্রহ গেরিলা ১৯৭১

গাজীপুর কথা

আরো পড়ুন