
ছবি: সংগৃহীত
বর্তমানে প্লাটিলেট সংগ্রহ অনেকটা ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় সরকার নির্ধারিত মূল্যে ২ হাজার ৭০০ টাকায় ডোনারের কাছ থেকে প্লাটিলেট সংগ্রহ করা হচ্ছে। এফেরেসিস প্রক্রিয়ায় প্লাটিলেট সংগ্রহ করছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার (এনআইএলএমআরসি)।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘এনআইএলএমআরসির ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে ব্লাড ক্যানসার ও ডেঙ্গু রোগসহ অন্যান্য রোগের প্রয়োজন অনুযায়ী চিকিৎসার সক্ষমতা বাড়াতে প্লাটিলেট এফেরেসিস প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি মূল্যে মাত্র ২ হাজার ৭০০ টাকায় ডোনারের কাছ থেকে এফেরেসিস প্রক্রিয়ায় প্লাটিলেট সংগ্রহ করছেন তারা।’
এর আগে গতকাল বুধবার এনআইএলএমআরসির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদ আলী জিন্নাহ এফেরেসিস প্রক্রিয়ার উদ্বোধন করেন।