ঢাকা,  সোমবার  ০৪ ডিসেম্বর ২০২৩

Gazipur Kotha | গাজীপুর কথা

চট্টগ্রামে প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি ক্যান্সার হাসপাতাল

প্রকাশিত: ১৫:১১, ২৯ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামে প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি ক্যান্সার হাসপাতাল

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিবেদক: বেসরকারি পর্যায়ে চট্টগ্রামে প্রথম পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল চালু হতে যাচ্ছে। চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের উদ্যোগে নির্মিত ৬০ শয্যার এ হাসপাতালে ইতোমধ্যে স্থাপন করা হয়েছে ক্যান্সার চিকিৎসার সর্বাধুনিক যন্ত্রপাতি। আগামী মাসেই ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট চালু হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

প্রায় ৭০ লাখ মানুষের নগরী চট্টগ্রামে ক্যান্সার রোগীদের চিকিৎসার বিশেষায়িত কোন ব্যবস্থা নেই। ফলে এখানকার রোগীদের ঢাকা বা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হয়। সরকারিভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সারের সীমিত চিকিৎসা দেয়া হয়, তাও অপ্রতুল। 

এমন অবস্থায় আশার আলো দেখাচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদের বেসরকারী চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল। এই হাসপাতালে ৩০ শয্যার ক্যান্সার ওয়ার্ড চালু আছে আগে থেকেই। ক্যান্সার চিকিৎসার সর্বাধুনিক উপযোগী করে  এখানে ১৫০ শয্যার স্বতন্ত্র্য ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট করা হচ্ছে। যা হবে চট্টগ্রামে প্রথম পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল। 

বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ক্যান্সার ওয়ার্ডের প্রতিদিন প্রায় শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল চালু হলে চট্টগ্রামের রোগীরা বিশেষ করে মধ্যবিত্তরা এই হাসপাতালে সহজে ও সুলভে চিকিৎসা নেয়ার সুযোগ পাবেন বলে জানান এই ক্যান্সার বিশেষজ্ঞ। 

পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল হওয়ার খবরে আশার আলো দেখছেন এ অঞ্চলের চিকিৎসা ভোগান্তিতে থাকা রোগী ও স্বজনেরা। 

ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট নির্মাণে খরচ হবে প্রায় ১৩০ কোটি টাকা। এ কাজে সহযোগিতা করতে সামর্থবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আগামী অক্টোবর মাসের মধ্যেই ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট চালু করা হবে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।