ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পদ্মায় ধরা পড়ল ২২ কেজি ওজনের বাগাড়

প্রকাশিত: ০৪:৪৮, ৪ জুলাই ২০১৯

পদ্মায় ধরা পড়ল ২২ কেজি ওজনের বাগাড়

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বড় একটি বাগাড় মাছ। মাছটির ওজন প্রায় ২২ কেজি। স্থানীয় মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা মাছের আড়তদার নাটু মোল্লার কাছ থেকে ৮০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। এ হিসাবে মাছটির দর ১৭ হাজার টাকা।

তিনি বলেন, মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে মদন হালদার ও তাঁর সহযোগীদের জালে বাগাড় মাছটি ধরা পড়ে। বুধবার ভোর পাঁচটার দিকে যখন জাল গোছানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তাদের জালে ধরা পড়ে বাগাড় মাছটি।

আমজাদ হোসেন নামের এক ব্যবসায়ী মাছটি ৮০০ টাকা কেজি দরে দাম করেন। কিন্তু এতে মাসুদের লাভ না হওয়ায় তিনি আর মাছটি বিক্রি করেননি বলে জানা গেছে।

গাজীপুর কথা