ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

খিরার বাম্পার ফলনে খুশি চাষীরা

প্রকাশিত: ১১:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০২৩

খিরার বাম্পার ফলনে খুশি চাষীরা

খিরার বাম্পার ফলনে খুশি চাষীরা

আবহাওয়া অনুকূলে ছিলো। তাই এ বছর কুমিল্লায় খিরার বাম্পার ফলন হয়েছে। জমিতে খিরাগাছের যত্ম, খিরা সংগ্রহ ও কেনা বেচায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এ বছর কুমিল্লার ১২শ ৩১ হেক্টর জমিতে খিরা চাষ হয়েছে। এর মধ্যে দাউদকান্দি, হোমনা, মেঘনা, তিতাস, ও দেবীদ্বার উপজেলায় খিরা চাষ হয়েছে সবচেয়ে বেশি। ভালো ফলনে খুশি চাষিরা।

ক্ষিরা কিনতে জমির পাশে ভিড় করছেন পাইকাররা। তবে সার কীটনাশকের দাম বেশি থাকায় লাভের পরিমাণ কম হবে বলে জানান কৃষকরা।

জেলা কৃষি কর্মকর্তা বলেন, জেলার অন্যতম অর্থকরী ফসল খিরা। এটির বিষমুক্ত চাষে সহযোগিতা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সার ও কীটনাশকের দাম কমলে এবং কৃষি কর্মকর্তাদের আরো সহযোগিতা থাকলে জেলায় খিরার ফলন আরও বাড়বে মনে করেন স্থানীয় কৃষকরা।