ঢাকা,  মঙ্গলবার  ১৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নতুন এক প্রাণীর হদিস পেলেন বিজ্ঞানীরা

প্রকাশিত: ০১:০১, ১৫ আগস্ট ২০২২

নতুন এক প্রাণীর হদিস পেলেন বিজ্ঞানীরা

নতুন এক প্রাণীর হদিস পেলেন বিজ্ঞানীরা

সমুদ্রের নীচে যে কত রকমের প্রাণী আছে তার ইয়ত্তা নেই। প্রায় প্রতি বছর কোনও না কোনও নতুন প্রাণীজগতের সন্ধান পান সমুদ্র-বিজ্ঞানীরা। 

তেমনই নতুন এক প্রজাতির প্রাণীর হদিস পেলেন বিজ্ঞানীরা। যা অনেকটা আরশোলা এবং কিছুটা চিংড়ির মতো দেখতে। তবে নতুন এই প্রাণীটির কদাকার রূপ দেখে গা শিউরে উঠতে পারে।

বিজ্ঞানীরা নতুন এই সমুদ্রজীবের নাম দিয়েছেন ডার্থ ওয়াডর। এই জীবটিকে প্রথম দেখা গিয়েছিল মেক্সিকো উপসাগরে। এই জীবকে বৈজ্ঞানিক ভাষায় ‘ব্যথিনোমাস ইউকাট্যানেনসিস’ও বলা হচ্ছে। সমুদ্রের আড়াই হাজার ফুট নীচে এই প্রাণীর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।

তাঁরা জানিয়েছেন, ডার্থ ওয়াডরের দেহের উপরিভাগে মোটা একট খোলস রয়েছে। মাথায় অ্যান্টেনার মতো শুঁড় রয়েছে। এক দল বিজ্ঞানী আবার একে ‘সমুদ্রদানব’ও বলছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই প্রাণী আইসোপোড গোত্রের।