শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩,   আশ্বিন ১৪ ১৪৩০,  ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

বিইউপিতে স্বাধীনতা অডিটোরিয়ামের উদ্বোধন

প্রকাশিত: ১২:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০২৩

বিইউপিতে স্বাধীনতা অডিটোরিয়ামের উদ্বোধন

ফাইল ছবি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে সম্প্রতি আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত দ্বিতল ‘স্বাধীনতা অডিটোরিয়াম’ নির্মাণ করা হয়।

মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এক অনুষ্ঠানের মাধ্যমে অডিটোরিয়ামের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম রচিত ‘Dynamics of Bangladesh-India Land Border Management’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

পরে সেনাবাহিনী প্রধান গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য বিইউপির ফ্যাকাল্টি মেম্বার এবং শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষের জন্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি