ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

২৮ হাজার বছর আগের সিংহ

প্রকাশিত: ১৮:০৪, ১০ আগস্ট ২০২১

২৮ হাজার বছর আগের সিংহ

সাইবেরিয়ার আর্কটিক অঞ্চলে বরফস্তূপে ঢাকা ছিল একটি সিংহশাবক। দেখে মনে হবে যেন শাবকটি ঘুমিয়ে আছে। আসলে শাবকটি মৃত। বিজ্ঞানীরা বলছেন, প্রাণীটি ২৮ হাজার বছর আগের। কিন্তু এত দিনেও তার শারীরিক অবয়বের কোনো ক্ষতি হয়নি। এমনকি গায়ের লোমও ঝরে পড়েনি। সাইবেরিয়ান প্রজাতির এই সিংহের বাস ছিল পাহাড়ের গুহায়। সম্প্রতি রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে একটি নদীর পাড়ে দুটি সিংহশাবকের মৃতদেহের সন্ধান পান বিলুপ্ত প্রাণী ম্যামথের দেহাবশেষ খোঁজা ব্যক্তিরা। সে দুই সিংহশাবকের একটি এটি। এর ডাকনাম স্পার্টা। দীর্ঘ সময় বরফের নিচে থাকায় এর সোনালি লোমে খানিকটা জটা বেঁধে গেলেও অন্য সব কিছু অক্ষত রয়েছে। শাবকটির দাঁত, ত্বক, সফট টিস্যু ও অন্য অঙ্গপ্রত্যঙ্গ মমি করে রাখা হয়েছে।

অপর শাবকটির ডাকনাম বরিস। বরফস্তূপের মধ্যে যখন শাবক দুটির মৃতদেহের সন্ধান পাওয়া যায়, তখন এগুলোর দূরত্ব ছিল ১৮ মিটার। নতুন এক গবেষণায় বলা হয়েছে, এ দুই শাবকের বয়সের পার্থক্য ১৫ হাজার বছর। রেডিও কার্বন ডেটিংয়ের তথ্য মতে, বরিস ৪৩ হাজার ৪৪৮ বছর আগে জন্মেছিল। সিংহশাবক দুটি যখন মারা যায়, তখন এগুলোর বয়স ছিল মাত্র ১ থেকে ২ মাস।

গাজীপুর কথা