ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরার সন্ধান

প্রকাশিত: ০৬:২২, ১৯ জুন ২০২১

বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরার সন্ধান

আফ্রিকার দেশ বতসোয়ানার খনিজ উত্তোলনকারী সংস্থা দেবসোয়ানা জানিয়েছে, তাদের খনি থেকে ১ হাজার ৯৮ ক্যারেটের একটি হীরা উত্তোলন করেছে। যা বিশ্বের তৃতীয় বৃহত্তম হীরা।

গত বুধবার (১৬ জুন) প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রানিত্তে আর্মস্ট্রং এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ১ জুন বড় আকারের এই অমসৃণ হীরার সন্ধান মিলেছে। ইতোমধ্যে রাজধানী গ্যাবোরোনে দেশটির প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসিকে এই হীরা দেখানো হয়েছে।

 

Bangladesh Pratidin

বিশ্বে সন্ধান পাওয়া হীরাগুলোর মধ্যে এটিকে আকারের দিক থেকে তৃতীয় বৃহত্তম বিবেচনা করা হচ্ছে। এটি অসাধারণ ও দুর্লভ। প্রতিষ্ঠানটির কোনো খনি থেকে সন্ধান পাওয়া সবচেয়ে বড় হীরা এটি। তবে, এখনো হীরা বিক্রির বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

Bangladesh Pratidin

উল্লেখ্য, ১০০ বছরের বেশি সময় আগে ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার একটি খনি থেকে বিশ্বের সবচেয়ে বড় হীরা উত্তোলন করা হয়েছিল। ‘কুল্লিনান’ নামের ওই হীরা ৩ হাজার ১০৬ ক্যারেটের ছিল। আর ২০১৫ সালে বতসোয়ানার উত্তর–পূর্বাঞ্চলের কারোয়ে থেকে ১ হাজার ১০৯ ক্যারেটের একটি হীরার সন্ধান মিলেছিল। টেনিস বলের সমান ওই হীরার নাম লেসেদি লা রোনা। বিশ্বে এ পর্যন্ত সন্ধান পাওয়া দ্বিতীয় বৃহত্তম হীরার স্বীকৃতি পেয়েছে এটি।

গাজীপুর কথা