ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ডিপজল-জায়েদ খানদের দেখতে জনতার ভিড়

প্রকাশিত: ২২:১৬, ৩ জুন ২০২৩

ডিপজল-জায়েদ খানদের দেখতে জনতার ভিড়

সংগৃহিত ছবি

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে রুপালী পর্দার তারকাদের আগমন উপলক্ষে উৎসুক জনতার ঢল নামে। দেশের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়ক রুবেল, চিত্রনায়িকা শিরিন শিলাদের দেখতে হাজারো মানুষ ভিড় জমান।

শুক্রবার (২ জুন) বিকেলে উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুরের প্রেসিডেন্ট রিসোর্ট খেলার মাঠে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল হাসেম স্মৃতি টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা যায়।

জানা গেছে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের পিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল হাসেমের নামে এ  টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রেসিডেন্ট রিসোর্টের পূর্ব প্রান্তের খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে চলচিত্র তারকাদের আসার খবর পেয়ে দুপুর থেকেই হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত হয়। হাওরে এর আগেও চলচিত্র তারকারা আসলেও এবারই প্রথম কোনো খেলার উদ্বোধনী অনুষ্ঠানে একত্রে অভিনয়শিল্পীদের উপস্তিতি দর্শকদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করে।

বাবার নামে আয়োজিত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাজী আবদুল হাসেম স্মৃতি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিবি প্রধান হারুন। উদ্বোধনী খেলায় হোসেনপুর একাদশের পক্ষ হয়ে নিজেই মাঠে নামেন হারুন। খেলার একমাত্র গোলটি করে নবাবপুর একাদশকে পরাজিত করে জয়ী হয় ডিবি প্রধান হারুনের দল। 

ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে  কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জাতীয় দলের সাবেক ফুটবলার কাইছার হামিদ, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্রনাথ গোলদার প্রমুখ উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টে ১৬ টি দল অংশ নেওয়ার কথা রয়েছে। 

এসময় উপস্থিত অভিনয়শিল্পীরা বলেন, আমাদের দেশে ফুটবল খেলার জনপ্রিয়তা অনেক বেশি, যা বিশ্বকাপ খেলা আসলে দেখা যায়। হাওরে ফুটবল খেলা মানুষের মাঝে নতুন এক আমেজ সৃষ্টি করেছে। যা আমরা লক্ষ্য করেছি। আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানে ডিবি প্রধান হারুন ভাইয়ের আমন্ত্রণে এসেছি। এখানে এসে সময়টা বেশ উপভোগ করছি।

এ টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন প্রেসিডেন্ট রিসোর্টের ব্যাবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার ও মশিউর রহমান ভূইয়া।