
প্রথম বউয়ের সঙ্গে স্বামীর বিচ্ছেদের খবরে ‘আলহামদুলিল্লাহ’ বললেন মাহি
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় ও আলোচিত নায়িকা মাহিয়া মাহি। নানা সময় বিভিন্ন বিষয়ে আলোচনায় আসেন তিনি। ২০১৬ সালের ২৫ মে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করার পর হঠাৎ ২০২১ সালের ২৩ মে ৫ বছরের সাংসারিক জীবনের ইতি টানার ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় আসেন মাহি।
অপুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণার চার মাসের মাথায় ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারের সঙ্গে বিয়ের ঘোষণা দেন এই নায়িকা। সে সময় জানা যায়, রাকিব সরকারের স্ত্রী রয়েছে। তবে সেই স্ত্রীর সঙ্গে বিয়েবিচ্ছেদ হয়েছিল কিনা- তা জানা যায়নি। দীর্ঘদিন পর শনিবার বিকালে মাহি নিজের ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করে সেই খবরটি জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ছবি দুটি তার স্বামী রাকিবের ফেসবুক পোস্টের স্ক্রিনশট।
মাহির পোস্ট করা স্ক্রিনশটে দেখা যায়, রাকিব তার পোস্টিতে লিখেছেন- ‘আমার একমাত্র বউয়ের চিত্রগ্রাহক আমি।’ সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘দুই মাত্র হবে কাকা।’ এই মন্তব্যের জবাবে রাকিব লেখেন, ‘আমার বউ একটাই, ডিভোর্সের পর বউ থাকে না।’