ঢাকা,  বৃহস্পতিবার  ২৮ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ছোট পর্দার মিলিয়ন কিং যাহের আলভী

প্রকাশিত: ১৮:৫৬, ২৩ জানুয়ারি ২০২৩

ছোট পর্দার মিলিয়ন কিং যাহের আলভী

ছোট পর্দার মিলিয়ন কিং যাহের আলভী

ছোট পর্দায় যাহের আলভীর পথচলা শুরু ২০১৩ সালে অভিনেতা ও নির্মাতা শাহেদ শরিফের ‘অসমাপ্ত কাহন’ নাটক দিয়ে। এর আগে একটি রিয়েলিটি শো'র রানার্সআপ হন এই অভিনেতা।  এরপর নিয়মিত নাটকে কাজ করছেন তিনি। সম্প্রতি এই অভিনেতার ১০০টি নাটকে মিলিয়ন ভিউ অতিক্রম করেছেন, যা নিয়ে বেশ উচ্ছ্বসিত তরুণ এই অভিনেতা। 

এই প্রসঙ্গে যাহের আলভী বলেন, ‘এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এর কৃতিত্ব আসলে আমার দর্শকদের। যারা আমাকে ভালোবেসেছে, আমার কাজগুলো দেখেছে। যাদের সঙ্গে কাজ করেছি প্রতিটা টিম আমার এই সফলতার ভাগীদার। আমার সহকর্মী ও পরিচালকদের প্রতিও কৃতজ্ঞতা। আপনাদের সকলের ভালবাসা সব সময় চাই।’

১০০টি নাটকে মিলিয়ন ভিউ অতিক্রম করতে কত সময় লেগেছে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘এই সময়টা খুব বেশি দিন না। মাত্র দেড় বছরে এই ভিউ অতিক্রম করাটাও আমার জন্য বিশাল ব্যাপার। আমি বরাবরই ভিন্নধর্মী গল্পে নিজেকে মেলে ধরতে চেষ্টা করি। সামনে এই ধারাটা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে আশা করছি।’ 

আলভীর ১০০টি নাটকের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাটক হলো- চিনাবাদাম, ঊনত্রিশ রোজা, কলেজ লাভ, তিন গুটি, উদার ভালোবাসা, পণ্ডিত জামাই, লটারি, তিন সতীনের ঘর, চোরে চোরে টক্কর, প্রেমবাজ, ক্রেজি লাভার, তোমার যত রাগ, অশিক্ষিত, ভালোবাসার ঠিকানা, আজব মহব্বত ইত্যাদি।