ঢাকা,  সোমবার  ০৪ ডিসেম্বর ২০২৩

Gazipur Kotha | গাজীপুর কথা

হেলিকপ্টারে উড়ে কোথায় গেলেন জায়েদ খান?

প্রকাশিত: ০০:২৬, ২১ নভেম্বর ২০২৩

হেলিকপ্টারে উড়ে কোথায় গেলেন জায়েদ খান?

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। রিল লাইফের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব এ অভিনেতা।

এরই ধারাবাহিকতায় সোমবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন জায়েদ খান। পোস্টে অভিনেতা নিজের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘এখন উড়ার সময়।’

সেমাবার রাতে আরো একটি পোস্ট করেন জায়েদ খান। ওই পোস্ট একটি ভিডিও আপলোড করেন তিনি।

ক্যাপশনে লেখা, ‘আজকে নওগাঁ গিয়েছিলাম অনেকগুলা মাথা এক করে কিছু একটা ভাবতে। কি ভাবতে সেটা পরে বলবো। এই মুহূর্তে যেটা বলার সেটা হলো, আগামী ৩০ নভেম্বর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ আসছে চরকি-তে! সবাইকে দেখার আমন্ত্রণ! এর পরে আরো অনেক কিছু আসবে।’

আসলে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশার প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমা। এটির প্রচারণাতেই নওগাঁ গিয়েছিলেন জায়েদ খান।

জানা গেছে, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩০ নভেম্বর।