শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩,   আশ্বিন ১৪ ১৪৩০,  ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

এবার মাহফুজের নায়িকা পরীমণি

প্রকাশিত: ২০:৩৯, ১৯ সেপ্টেম্বর ২০২৩

এবার মাহফুজের নায়িকা পরীমণি

এবার মাহফুজের নায়িকা পরীমণি

অভিনেতা মাহফুজ আহমেদ ও পরীমণিকে নিয়ে নতুন ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন চয়নিকা চৌধুরী। ‘চন্দ্রস্নানে এসো’ শিরোনামে এই প্রজেক্টে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করবে এই জুটি।

বিষয়টি নিশ্চিত করে চয়নিকা চৌধুরী বলেন, ‘মাহফুজ এবং পরীর সঙ্গে চূড়ান্ত আলাপ হয়েছে। দুজনেই গল্পটি খুব পছন্দ করেছে। গল্প শুনে একেবারে চুপ হয়ে ছিল কিছুক্ষণ! এরপর সানন্দে রাজি হয়ে গেছে। এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে পুরোদমে। সেটা প্রস্তুত হলেই আমরা শুটিং শিডিউল ঠিক করব।’

চয়নিকার কথায়, ‘প্রহেলিকা’ দিয়ে যে ভালোবাসা আর প্রশংসা পেয়েছি, তাতে দায়িত্ব আরও বেড়ে গেছে। সবাই আমাকে বলছে, ‘প্রহেলিকা’য় যেমন টানটান উত্তেজনা ছিল, নতুন সিনেমায়ও সেই ধারাটা অব্যাহত রাখতে হবে। আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ওয়েব ফিল্মটির গল্প ঠিক সেরকমই। দর্শক পুরোটা না দেখে উঠতে পারবে না।

‘চন্দ্রস্নানে এসো’র চিত্রনাট্য লিখছেন রায়হান খান। পরীমণি ও মাহফুজ বাদেও আর কে কে থাকছেন এই ওয়েব ফিল্মে সেটা নিশ্চিত না করলেও চয়নিকা জানান, চলতি বছরেই সিনেমাটির কাজ শেষ করতে চান তিনি।