রোববার ০১ অক্টোবর ২০২৩,   আশ্বিন ১৫ ১৪৩০,  ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

অপু বিশ্বাসের নামে জিডি

প্রকাশিত: ০০:৫২, ১৯ সেপ্টেম্বর ২০২৩

অপু বিশ্বাসের নামে জিডি

ফাইল ছবি

চিত্রনায়িকা অপু বিশ্বাসের নামে সাধারণ ডায়েরি (জিডি) করলেন চলচ্চিত্র প্রযোজক সিমি ইসলাম কলি। রাজধানীর হাতিরঝিল থানায় গতকাল সোমবার রাতে জিডিটি করেন তিনি। যার নম্বর-১১১৫। অপু বিশ্বাস ছাড়াও জাহিদুল ইসলাম অপু নামে আরেকজনকে জিডিতে বিবাদী করা হয়েছে।

জিডিতে সিমি উল্লেখ করেন, এই মর্মে জানাচ্ছি যে, আমি গত ২০১৬ সালের জুনে Hi sk Films int ও SKfilmsint 7712 খুলি। বিবাদী অপু বিশ্বাস (৩৫) ও জাহিদুল ইসলাম অপু (৩০) গত ২৯/০৮/২৩ ইং আনুমানিক ৭টায় আমার ইউটিউব চ্যানেল হ্যাক করেন। গত ৩১/০৮/২৩ ইং তারিখ সকাল ৮টার সময় ২ নম্বর বিবাদী ১ নম্বর বিবাদীর সঙ্গে কথা বলিয়ে দেবে বলে জানান।

জিডিতে আরও বলা হয়, পরবর্তীতে ২ নম্বর বিবাদীর সঙ্গে মোবাইলে কথা বললে ১০০০০০ টাকা দাবি করেন। এ টাকা দিলে আমার ইউটিউব চ্যালেন দিয়ে দেবে, টাকা না দিলে ফেরত দেবে না বলে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন। বিষয়টি সাইবার ক্রাইম শাখায় কথা বলে সাধারণ ডায়েরি করা হলো।