
ছেলের কোলে চড়ে ভোটকেন্দ্রে বৃদ্ধ মুজিবর গাজী। ছবি: সংগৃহীত
বয়সের ভারে ন্যুব্জ ৮০ বছরের বৃদ্ধ মুজিবর গাজী। পায়ের সমস্যার কারণে হাঁটতে পারেন না। তবে পৌরসভার নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছা তার। বাবার সেই ইচ্ছা পূরণ করতে কোলে করে বৃদ্ধ মুজিবরকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন ছেলে মফিজুল ইসলাম।
দীর্ঘ এক যুগ পর সোমবার সকাল থেকে চলছে যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচন। তাইতো ছেলের কোলে চড়ে ভোটকেন্দ্রে এসে ইভিএমে ভোট দেন বৃদ্ধ মুজিবর গাজী। তিনি পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড ভবারবেড় এলাকার বাসিন্দা।
বৃদ্ধ মুজিবর গাজী বলেন, এক যুগ আগে হেঁটে এসে বেনাপোল পৌরসভা নির্বাচনে ভোট দিয়েছিলাম। তারপর আর নির্বাচন হয়নি। এবার পায়ের সমস্যা থাকায় ছেলে কোলে চড়ে ভোটকেন্দ্রে এসে ভোট দিলাম। এর পরের নির্বাচন পর্যন্ত বেঁচে থাকব কি না জানি না।
তিনি আরো বলেন, বেনাপোল শহরে একটা সরকারি হাসপাতাল নেই। যেই মেয়র হন আমি চাই তিনি যেন বেনাপোলে একটা সরকারি হাসপাতাল তৈরির ব্যবস্থা করেন। তাহলে আমার মতো বয়স্কদের চিকিৎসার জন্য যশোরে বা শার্শায় যেতে হবে না।
জানা যায়, এক যুগ পর বেনাপোল পৌরসভার নির্বাচনে চলছে ভোটগ্রহণ। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৯টি ওয়ার্ডের ১২টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ চলছে। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীকের নাসির উদ্দীন এবং স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের মফিজুল রহমান সজন। এছাড়া কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।