ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পাসের হারে প্রথমেই কারিগরি, বেশি জিপিএ-৫ ঢাকা বোর্ডে

প্রকাশিত: ১৬:৫৩, ৮ ফেব্রুয়ারি ২০২৩

পাসের হারে প্রথমেই কারিগরি, বেশি জিপিএ-৫ ঢাকা বোর্ডে

এইচএসসি উল্লাস।

সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। পাসের হারে এবার এগিয়ে আছে কারিগরি শিক্ষা বোর্ড। আর সর্বোচ্চ জিপিএ ফাইভ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯৪ দশমিক ৪১ শতাংশ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। পাসের হারে পরের অবস্থানে কুমিল্লা ৯০ দশমিক ৭২ শতাংশ। 

এবারের ফলাফলে সর্বোচ্চ জিপিএ ফাইভ নিয়ে শীর্ষে অবস্থান করছে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন শিক্ষার্থী। এই বোর্ডে পাশের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ।