ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বাংলাদেশ ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ

প্রকাশিত: ২০:১৯, ৫ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশ ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক

বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুরের আদাবরে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ছিল এই আয়োজন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। আরও ছিলেন রেনেসাঁ গ্রুপের পরিচালক আয়েশা আক্তার ডালিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘সুন্দর শিক্ষার পরিবেশ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা দেশে ও বিদেশে নিজ যোগ্যতায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পাচ্ছে। তারাই এ বিশ্ববিদ্যালয়ের সুনাম পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি আনন্দিত, করোনা পরিস্থিতিতেও এ বিশ্ববিদ্যালয় অত্যন্ত দক্ষতার সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে।’ তিনি শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ছাড়াও বিভিন্ন ধরণের বই পড়ার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বাংলাদেশ ইউনিভার্সিটির চলমান শিক্ষার পরিবেশ উন্নয়নে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।’

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব পরিবেশনার পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজ’র পরিবেশনায় ছিল সাংস্কৃতিক আয়োজন। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারি ছাড়াও ছাত্রছাত্রীদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।