ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বশেমুরবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শেষ, ৫৫৪ আসন ফাঁকা

প্রকাশিত: ০৯:৪১, ২ ডিসেম্বর ২০২২

বশেমুরবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শেষ, ৫৫৪ আসন ফাঁকা

ফাইল ছবি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথমবর্ষের তৃতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে।

এতে মোট আসনের এখনো ৫৫৪টি ফাঁকা রয়েছে। এর আগে দ্বিতীয় মেধাতালিকা ভর্তি শেষে ৫৫২টি আসন ফাঁকা ছিল।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকেলে এ মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি শেষে বিষয়টি স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়।

গত ১৯ নভেম্বর মূল ১ হাজার ৩৮৯টি ফাঁকা আসনের বিপরীতে (কোটা ব্যতীত) ৭১৫টি ফাঁকা আসনের জন্য দ্বিতীয় মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তির আহ্বান জানানো হয়। এতে মোট ১২২ জন ভর্তি হন।

প্রথম ও দ্বিতীয় মেধাতালিকায় থাকা ভর্তি হয়েছেন মোট ৮৩৭ জন। এর মধ্যে মোট ২০৪ জন বিশ্ববিদ্যালয় পরিবর্তন করেছেন ও ৮৮ জন অন্য বিশ্ববিদ্যালয় থেকে বশেমুরবিপ্রবিতে ভর্তি পরিবর্তন করেছেন।

এরপর ফাঁকা আসনের জন্য ২৬ নভেম্বর তৃতীয় মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি আহ্বান করা হয়। এতে মোট ভর্তি হন ২০২ জন শিক্ষার্থী।