ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

দেশের ১৮টি শিক্ষাঙ্গন পেল নতুন অধ্যক্ষ

প্রকাশিত: ০৯:৩৯, ২ ডিসেম্বর ২০২২

দেশের ১৮টি শিক্ষাঙ্গন পেল নতুন অধ্যক্ষ

ফাইল ছবি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজসহ দেশের ১৮টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ পদে পদায়ন দেওয়া হয়েছে। অধ্যক্ষ পদের জন্য বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত বিভিন্ন সরকারি কলেজের অধ্যাপক পদমর্যাদার শিক্ষকরা এসব কলেজে অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন।

বুধবার (৩০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরকারি কলেজগুলোতে নতুন অধ্যক্ষ পদে পদায়ন দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ফেরদৌস আরা বেগম।

এছাড়াও বরগুনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যাপক মো. শাহ আলম হাওলাদার। ফেনীর ফুলগাজী সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন চট্টগ্রামের গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যাপক আবু বকর মজুমদার। নোয়াখালী সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজের উপাধ্যক্ষ মুহা. জয়নাল আবেদীন। 
গোপালগঞ্জের সরকারি রামদিয়া শ্রীকৃষ্ণ কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন গৌরনদী সরকারি কলেজের উপাধ্যক্ষ সুবোধ চন্দ্র রায়, ফরিপুরের নগরকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন নায়েমে কর্মরত অধ্যাপক এস এম রবিউল ইসলাম, কুমিল্লার চিওড়া সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন টংগি সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সুফিয়া বেগম। মানিকগঞ্জে ঘিওর সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যাপক জীবন কুমার সাহা, যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজে উপাধ্যক্ষ অধ্যাপক মো. রবিউল ইসলাম। 

এদিকে যশোরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক আসাদুল আলম খান, সাতক্ষীরার তালা সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ শেখ মো. হুমায়ূন কবীর, কিশোরগঞ্জ সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক  মো. আলী আশরাফ, দিনাজপুর ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মো. আলতাফ হোসেন, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল মতিন, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ হাসনাত আনোয়ার উদ্দীন আহমেদ, হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মো. নবী হোসেন ও মুন্সিগঞ্জের সরকারি কুম্ভবিহারী কলেজের অধ্যক্ষ হয়েছেন ঢাকা কলেজের অধ্যাপক হেলেনা বেগম।

প্রসঙ্গত, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে উক্ত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন থাকতে হবে।