ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কৃষিগুচ্ছে আসন প্রতি লড়বে ২৩ শিক্ষার্থী

প্রকাশিত: ১২:০৪, ১৮ আগস্ট ২০২২

কৃষিগুচ্ছে আসন প্রতি লড়বে ২৩ শিক্ষার্থী

সমন্বিত কৃষি বিশ্ববিদ্যালয়

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর। এরই মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করেছে ভর্তি কমিটি। মোট আসন সংখ্যা তিন হাজার ৫৩৯টির বিপরীতে আবেদন করেছে ৭৯ হাজার ১৪৭জন। সে হিসেবে প্রতিটি আসনের জন্যে লড়বে প্রায় ২৩জন পরীক্ষার্থী। 

বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির দায়িত্বে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। 

আবেদনের ক্ষেত্রে বিগত বছরগুলোতে আসন সংখ্যার ১০গুন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ ছিল। তবে এবার এ সিলেকশন পদ্ধতি বাতিল করেছে কর্তৃপক্ষ। এ বছর আবেদনের যোগ্যতা সর্বমোট ন্যূনতম ৮ দশমিক ৫ করা হয়েছিল। এ যোগ্যতার মধ্যে প্রত্যেক ভর্তিচ্ছুক পরীক্ষার জন্য আবেদন করতে পেরেছে। 

এ বছর ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা আগের মতোই রয়েছে। তবে এ গুচ্ছের সঙ্গে নতুন যুক্ত হওয়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯০টি আসন যোগ হয়েছে। এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি আসন রয়েছে।