রোববার ০১ অক্টোবর ২০২৩,   আশ্বিন ১৫ ১৪৩০,  ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ

প্রকাশিত: ২১:১৬, ১৯ সেপ্টেম্বর ২০২৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের স্নাতক প্রথম বর্ষ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর থেকে পরীক্ষা শুরু।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ অক্টোবরে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা একটায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময় প্রশ্নপত্রে উল্লেখ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে যোগাযোগ করে পরীক্ষার সময়সূচি জেনে নিতে হবে।

স্নাতক প্রথম বর্ষের পরীক্ষার সূচি দেখতে এখানে ক্লিক করুন।