
তরুণদের দক্ষতা বাড়াতে ‘ইয়ুথ স্কিলস কনফারেন্স’
বাংলাদেশের তরুণদের দক্ষতা বাড়াতে ‘ইয়ুথ স্কিলস কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রাজধানী একটি হোটেলে এ আয়োজন করা হয়। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), ব্রিটিশ কাউন্সিল ও গ্রামীণফোন সম্মিলিতভাবে এ আয়োজন করে। কনফারেন্সটি বাস্তবায়ন করে ফিউচারনেশন। রবিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের সব বিভাগ থেকে অংশগ্রহণকারী তরুণদের ‘গ্রিন স্কিল’ সম্পর্কে বিস্তারিতভাবে জানানো এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য সঠিক দিকনির্দেশনা দেওয়া।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কনফারেন্সে দেশের আটটি বিভাগ থেকে আসা ১৩টি যুব-নেতৃত্বাধীন উন্নয়নমূলক উদ্যোগের প্রদর্শনী করা হয়। দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নে ভূমিকা রাখতে পারে এমন সৃজনশীল সমাধান ও চিন্তার প্রতিফলন ঘটাবে উদ্যোগগুলো।
সম্মেলনের শেষ সেশনটি ছিল ‘ইয়ুথ টক’। সেখানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন এনএসডিএ নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, গ্রামীণফোনে প্রধান নির্বাহী ইয়াসির আজমান এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টম মিসোসা।
ফিউচারনেশনের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন করার মধ্য দিয়ে ইয়ুথ স্কিলস কনফারেন্সের আয়োজন শেষ হয়।