শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩,   আশ্বিন ১৪ ১৪৩০,  ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

Gazipur Kotha | গাজীপুর কথা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুনঃভর্তির নোটিশ

প্রকাশিত: ১৫:৫৫, ১৩ সেপ্টেম্বর ২০২৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুনঃভর্তির নোটিশ

ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২০-২১ ও ২০২১-২২ ভর্তি শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থী ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে পুনঃভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বুধবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী প্রথম বর্ষের ক্লাসে অংশগ্রহণ করেছে কিন্তু প্রথম বর্ষের বার্ষিক/সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেনি, তাদের ১ম বর্ষে/১ম সেমিস্টারে ৪০ শতাংশ উপস্থিতি থাকা সাপেক্ষে এবং তাদের পুনঃভর্তির অনুকূলে বিভাগীয় একাডেমিক কমিটির সুপারিশ থাকা সাপেক্ষে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের মূল ভর্তি ফির সমপরিমাণ অর্থ ১৫,১৫০/- (পনের হাজার এক শত পঞ্চাশ) টাকা পরিশোধ করে আগামী ১৭ সেপ্টেম্বর তারিখের মধ্যে প্রথম বর্ষে পুনঃভর্তি হতে হবে। উক্ত ফির সঙ্গে কর্তৃপক্ষ নির্ধারিত ল্যাব ফি পরিশোধ করতে হবে।

এছাড়া যেসব শিক্ষার্থী প্রথম বর্ষের বার্ষিক/সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে, তারা দ্বিতীয় বর্ষের ভর্তি ফির সমপরিমাণ অর্থ ২২০০/-(দুই হাজার দুই শত) টাকা পরিশোধপূর্বক পুনঃভর্তি হতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের পূর্বে প্রদত্ত কোনো অর্থ সমন্বয় হবে না।

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ক্লাস ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।