ঢাকা,  শুক্রবার  ১৯ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

জাবি শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে কমিশন গঠন

প্রকাশিত: ০৩:৫৩, ২৪ অক্টোবর ২০২১

জাবি শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে কমিশন গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচন ৩১ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
রোববার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাহমিনা ফেরদৌস।
তিনি বলেন, শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে। নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে চায়। এজন্য খুব শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসবে কমিশন।
অধ্যাপক তাহমিনা ফেরদৌস বলেন, আমরা শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচন আয়োজন করবো।
শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর সভাপতি অধ্যাপক এ এ মামুন বলেন, আমরা গত বছরের ২৭ জানুয়ারি সর্বশেষ নির্বাচন করি। করোনা মহামারিতে আমরা দায়িত্বকাল সম্প্রসারিত করতে বাধ্য হই। যার কারণে কার্যনির্বাহী পরিষদ-২০২১ এর নির্বাচন হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফিরে আসছে। তাই অতিদ্রুত নির্বাচন দিয়ে আমরা আমাদের দায়িত্ব শেষ করতে চাচ্ছি। নির্বাচন কমিশনকে ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক তাহমিনা ফেরদৌসকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়। এছাড়া বাংলা বিভাগের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি এবং ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন এর সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম কমিশনে সদস্য হিসেবে রয়েছেন।
সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, আমরা করোনার কারণে দুই দফায় সাধারণ সভা ডেকে দায়িত্বের সময়সীমা বৃদ্ধি করি। কিন্তু স্বাভাবিক সময়ে শিক্ষক সমিতির নির্বাচন নিয়মিত হয়। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্ষদগুলোর নির্বাচন (ডিন, সিন্ডিকেট) শিক্ষক সমিতির মতো ধারাবাহিকতা রক্ষা করুক।
নির্বাচনের বিষয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ বলেন, নির্বাচনের জন্য আমাদের সাংগঠনিক প্রস্তুতি রয়েছে। বিশ্ববিদ্যালয় বান্ধব চিন্তা নিয়ে এবারের নির্বাচন করবে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। সময়ের মধ্যে আলোচনার ভিত্তিতে নির্বাচনের প্যানেল ঠিক করা হবে।
বঙ্গবন্ধুর আদর্শের ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক অধ্যাপক খবির উদ্দিন বলেন, এই নির্বাচনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষক রাজনীতি প্রাণ ফিরে পাবে। আমরা ভর্তি পরীক্ষার পরেই নির্বাচন উপলক্ষে প্রস্তুতি নিবো। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ছাড়াও আরও নির্বাচনী পর্ষদ রয়েছে। সে কেন্দ্রিক আমাদের চিন্তাভাবনা রয়েছে।
এর আগে, গত বছরের ২৭ জানুয়ারি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২০ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে সভাপতি হিসেবে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন ও সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন নির্বাচিত হয়।

গাজীপুর কথা