ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

টিকার আওতায় আনতে শিক্ষার্থীদের জন্য জরুরি এনআইডি

প্রকাশিত: ১৮:১৩, ২৩ সেপ্টেম্বর ২০২১

টিকার আওতায় আনতে শিক্ষার্থীদের জন্য জরুরি এনআইডি

শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনতে জরুরী ভিত্তিতে এনআইডি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছে আবেদন করলে ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের এনআইডি করে দেয়া হবে। হল খোলার পর ঢাকা বিশ্ববিদালয়ে এনআইডি দেয়ার কার্যক্রম শুরু হতে পারে।
দেশে কমে গেছে করোনা সংক্রমণ ও মৃত্যু। এরইমধ্যে খুলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। অন্যদিকে দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনও বিপুল সংখ্যক মানুষ ভ্যাকসিনের আওতায় আসেনি। এমনকি অনেক শিক্ষার্থীও পাননি ভ্যাকসিন।
১৮ বছরের ওপরের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি না থাকায় অনেকে অনলাইনে নিবন্ধন করতে পারছেন না। ফলে শিক্ষার্থীরা বিড়ম্বনায় পড়েছেন। এ অবস্থায় নির্বাচন কমিশনের এনআইডি বিভাগ জরুরী ভিত্তিতে এনআইডি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দেশের যেকোন শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছে আবেদন করলে জরুরী ভিত্তিতে শিক্ষার্থী এনআইডি করে দিবে বলে জানিয়েছে এনআইডি বিভাগ।
এরইমধ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জরুরী ভিত্তিতে এনআইডি করে দিয়েছে।

গাজীপুর কথা