ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ছুটির দিনে জমে উঠেছে বাণিজ্য মেলা

প্রকাশিত: ১৬:২১, ২১ জানুয়ারি ২০২২

ছুটির দিনে জমে উঠেছে বাণিজ্য মেলা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬ তম আসরের শেষ মুহূর্তে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে জমে উঠেছে মেলা।

স্বাস্থ্য বিধি মেনে মুখে মাস্ক পরিধান করে ঢুকতে দেয়া হয়েছে দর্শনার্থীদের। প্রতিটি স্টলে করোনা থেকে রেহাই পেতে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার। দর্শনার্থী বেড়ে যাওয়ায় বেড়েছে দোকানগুলোতে বেচাকেনা। 

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মেলার শেষ মুহূর্তে ২১ তম দিনে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বিভিন্ন পেশাজীবীর মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে মেলা পরিদর্শন করে আসছে। সবাই কিনে নিচ্ছে তাদের পছন্দের বিভিন্ন পণ্য সামগ্রী। মেলা গ্রাউন্ডে ছোট ছোট শিশুদের জন্য মেলা কর্তৃপক্ষ খেলাধুলার জন্য বিভিন্ন সরঞ্জাম দিয়ে তৈরি করেছে মিনি পার্ক। শেষ মুহূর্তে মেলার বেশিরভাগ স্টলগুলোতে বিভিন্ন পণ্য সামগ্রীর ওপর দিয়েছে বিশেষ ছাড়। আর ছাড় দেয়া পণ্যের দিকে লোকজন বেশি ঝোকতে দেখা গেছে। 

 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়  শেষ মুহূর্তে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে জমে উঠেছে মেলা।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শেষ মুহূর্তে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে জমে উঠেছে মেলা।

অপরদিকে দেশি প্রায় সব পণ্যের ব্যাপক চাহিদার পাশাপাশি বিদেশি পণ্যের মূল্য সাধারণের হাতের নাগালে থাকায় ব্যাপক সাড়া পেয়েছেন তারা ৷ বেচাকেনা ভালো হওয়ায় বেশ খুশি ব্যবসায়ীরা।  তবে মেলায় আসা দর্শনার্থীদের বেশিরভাগ লোকজন আসছে তাদের নিজস্ব পরিবহনে। সেজন্য সড়কগুলোতে শুক্রবার সকাল থেকে রাত অবধি দীর্ঘ যানজট দেখা গেছে। 

 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে জমে উঠেছে মেলা।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে জমে উঠেছে মেলা।

মেলায় আসা দর্শনার্থীরা, দর্শনার্থীর সংখ্যা বাড়ায় স্বস্তি পাচ্ছেন ব্যবসায়ীরা। মেলার আগত দর্শনার্থীদের স্বাস্থ্যগত নিরাপত্তার জন্য প্রবেশ পথ ছাড়াও তাদের পণ্য প্রদর্শনীর জন্য স্টলে স্টলে রাখা হয়েছে মাস্ক, স্যানিটাইজর। নিরাপদ দূরত্ব রেখে, মাস্ক ব্যবহার করে মেলায় প্রবেশের জন্য মাইকিং করে সতর্ক করা হচ্ছে।   

মেলায় আসা স্থানীয় সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম বলেন, সরকারের ১১ দফা বিধি-নিষেধ মান্য করেই মেলা চলছে। ঐ বিধি বিধানের শুরু থেকে দর্শনার্থী কিছুটা কম হলেও ছুটির দিনে পর্যাপ্ত লোক সমাগম হয়েছে। 

 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে জমে উঠেছে মেলা।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে জমে উঠেছে মেলা।


   
এসব বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর (টি আই)  জহিরুল ইসলাম বলেন, আমাদের ট্রাফিক বিভাগের পূর্ব নির্ধারিত জনবল পুলিশ সদস্য ছাড়াও মেলায় দায়িত্বরত সদস্যরা বিশেষ টিম হয়ে কাজ করছেন। তবু এশিয়ান বাইপাস সড়কে নির্মাণ কাজ চলমান থাকায় সরকারি ছুটির দিনে জটিল হচ্ছে পরিবহন পরিবেশ।  

 

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে জমে উঠেছে মেলা।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে জমে উঠেছে মেলা।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর সচিব ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, করোনার কারণে মেলা বন্ধ হবে না। দেশে করোনা পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় সরকারিভাবে ১১ বিধি নিষেধ জারি করা করেছে। আমরা মেলায় স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের প্রবেশ করার ব্যবস্থা করেছি। করোনা থেকে রেহাই পেতে সার্বক্ষণিক মাইকিং করা হচ্ছে। মেলা পুরোদমে জমে উঠেছে। বেচাকেনাও বেড়েছে অনেকটা। 

গাজীপুর কথা

আরো পড়ুন