ঢাকা,  বুধবার  ১৭ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের একাদশ চালান

প্রকাশিত: ২০:৩৯, ২২ আগস্ট ২০২২

মোংলা বন্দরে পৌঁছেছে মেট্রোরেলের একাদশ চালান

মেট্রোরেল

মেট্রোরেলের একাদশ চালান পৌঁছেছে বাগেরহাটের মোংলা বন্দরে। এ চালানে এসেছে ৮ কোচ, ৪ ইঞ্জিনসহ ৩৪ বক্স মেশিনারি পণ্য। সোমবার সকাল ১০টার দিকে এসব নিয়ে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে বিদেশি জাহাজ এমভি হোসি ক্রাউন। এ নিয়ে মোংলাবন্দর দিয়ে দেশে পৌঁছাল মেট্রোরেলের ৭০ কোচ ও ৩৪ ইঞ্জিন।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, বন্দরে ভেড়ার পর জাহাজটি থেকে দুপুর নাগাদ কোচসহ অন্যান্য মালপত্র নামানো শুরু হয়। খালাসের পর সরাসরি নৌপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে।
এর আগে ২৭ জুলাই জাপানের কোবে বন্দর থেকে এসব মালপত্র নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে জাহাজটি ছেড়ে আসে। খালাস শেষে মঙ্গলবার বন্দর ছাড়ার কথা রয়েছে জাহাজটির।

    আরো পড়ুন