ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

বিতর্কিত তাসনিম খলিল এখন ‘গুজব গুরু’

প্রকাশিত: ১৯:১১, ২৭ আগস্ট ২০২২

বিতর্কিত তাসনিম খলিল এখন ‘গুজব গুরু’

তাসনিম খলিল

আল জাজিরা টেলিভিশনে বাংলাদেশ বিরোধী প্রতিবেদন সম্প্রচার হওয়ার পর সুইডেন প্রবাসী নেত্র নিউজের সম্পাদক ৩৯ বছর বয়সী তাসনিম খলিলের নামটি ব্যাপকভাবে আলোচনায় এসেছে।

কেবল এই খলের খলামি নয়, তার সঙ্গে ডেভিড বার্গম্যান ও সামিউলসহ অন্য কুশীলবদের মুখোশ উন্মোচিত হচ্ছে ক্রমান্বয়ে। ইতোমধ্যে লন্ডনে অবস্থানরত সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে চিহ্নিত হয়েছে এরা সবাই। অন্যদিকে দেশত্যাগের আগে তাদের মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী নানা অপতৎপরতার কথাও প্রকাশ পাচ্ছে বিচিত্রসূত্রে।

বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত স্বঘোষিত নাস্তিক তাসনিম খলিল। দেশের ভাবমূর্তি নষ্ট করাই যেন তার নেশা। তাই সুইডেনে বসে নিজের ‘বদ অভ্যাস’ হিসেবেই গুজব আর সাংবাদিকতাকে একত্রে গুলিয়ে ফেলেছেন তিনি। আওয়ামী লীগ সরকার গঠনের আগেই ২০০৭ সালে তাসনিম খলিল অপকর্মের জন্য দেশ থেকে ‘পাততাড়ি’ গুটিয়েছেন। বিলাসী জীবনের হাতছানিতে বিভোর হয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে আয়েশে বসবাস করছেন সুইডেনে। এক যুগ ধরে সেখানে বসেই বিদেশি বিভিন্ন সংস্থার যোগসাজশে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছেন তিনি।

আরো পড়ুন