ঢাকা,  বুধবার  ২৪ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

পুলিশ পরিচয়ে খামারে প্রবেশ, স্বামী-স্ত্রীকে বেঁধে ১৫ গরু লুট

প্রকাশিত: ১১:০৬, ৪ ডিসেম্বর ২০২১

পুলিশ পরিচয়ে খামারে প্রবেশ, স্বামী-স্ত্রীকে বেঁধে ১৫ গরু লুট

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অস্ত্রের মুখে স্বামী-স্ত্রীকে বেঁধে খামার থেকে ১৫টি গরু নিয়ে গেছে ডাকাতরা।

শুক্রবার (৩ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

তবে পুলিশ বলছে, ১৫টি নয় ১০টি গরু নিয়ে গেছে ডাকাতরা। তবে একটি ফিরে এসেছে আর বাকি ৯টির খোঁজ মিলছে না।

গরুর খামারের মালিক আসরাফুল ইসলাম বলেন, শুক্রবার দিনগত রাতে স্ত্রীসহ আমি খামারের ভেতরে ঘুমিয়েছিলাম। হঠাৎ রাত দেড়টার দিকে পাঁচজন ডাকাত এসে আমাকে পুলিশের লোক বলে পরিচয় দেয়। ‘তোমার এখানে মাদক আছে, তল্লাশি করবো’ বলে খামারে ঢুকে যায়। এরপর আমার মাথায় অস্ত্র ধরে নিয়ে আড্ডা-সাপাহার সড়কের জিনারপুর গড়বাড়ি কালভার্টের পার্শ্ববর্তী ধানক্ষেতে হাত ও পা বেঁধে ফেলে যায়। স্ত্রীকে খামারের খুঁটিতে বেঁধে রেখে ১৫টি গরু নিয়ে যায় তারা। আমার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আমাকে উদ্ধার করে। আমার গরুর মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, গোমস্তাপুর সার্কেল সহকারী পুলিশ সুপার শামছুল আজম ও গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দিলীপ কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোমাস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কুমার দাস জাগো নিউজকে বলেন, হাত পা বেঁধে গরু ছিনতাইয়ের ঘটনা সত্য। তবে ১৫টি নয় ১০টি গরু নিয়ে গেছে। কিন্তু একটি ফিরে এসেছে। নিখোঁজ আছে আরও ৯ টি গরু। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। নিয়ে যাওয়া গরুগুলো উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

গাজীপুর কথা

আরো পড়ুন