ঢাকা,  শুক্রবার  ২৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

রাবি শিক্ষকের স্ত্রীর মোবাইল ছিনতাইকারী গ্রেপ্তার

প্রকাশিত: ১৫:৫১, ২২ মে ২০২২

রাবি শিক্ষকের স্ত্রীর মোবাইল ছিনতাইকারী গ্রেপ্তার

দিনে-দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের স্ত্রীর মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে নগরীর নওদাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত ব্যাগ ও অর্থ উদ্ধার করা গেলেও মোবাইলটি উদ্ধার করা সম্ভব হয়নি।

গ্রেপ্তারকৃত ওই যুবকের নাম আব্দুল ওয়াদুদ বুলবুল। তিনি রাজশাহীতে একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন। বুলবুল নগরীর নওদাপাড়া বাজার এলাকার বাসিন্দা।
 
পুলিশ জানিয়েছে, বুলবুল স্বচ্ছল পরিবারের সন্তান হলেও সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে সে ছিনতাইয়ে জড়িয়ে পড়ে। এর আগেও নগরীর বিভিন্ন এলাকায় তার বিরুদ্ধে কয়েকটি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুলবুল স্বীকার করেছে, ছিনতাই করা মোবাইলটি পুকুরে ফেলে দিয়েছে সে। পুলিশ তাকে নিয়ে সেই পুকুরে অভিযান চালাবে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ভুক্তভোগীর স্বামী রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ বলেন, মোবাইলটি উদ্ধার করা খুবই জরুরি। আশা করছি পুলিশ খুব দ্রæতই তা উদ্ধার করবে।

গাজীপুর কথা

আরো পড়ুন