ঢাকা,  মঙ্গলবার  ১৯ মার্চ ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

খুনের দায়ে ‘শতবর্ষী’ বৃদ্ধ ও দুই ছেলের যাবজ্জীবন

প্রকাশিত: ০৮:১৫, ২১ নভেম্বর ২০২১

খুনের দায়ে ‘শতবর্ষী’ বৃদ্ধ ও দুই ছেলের যাবজ্জীবন

নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামে ফিরোজ ভূঁইয়া নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে একজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রায়ে ১০১ বছর বয়সী এক বৃদ্ধ ও তার দুই ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এই আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নড়াইলের কালিনগর গ্রামের ছায়েন উদ্দিনের ছেলে আলমগীর ভূঁইয়া। রায়ে তার ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন শতবর্ষী বৃদ্ধ ছায়েন উদ্দিন ভূঁইয়া ও তার দুই ছেলে হাবিবুর রহমান ভূঁইয়া এবং জঙ্গু ভূঁইয়া। চার আসামির মধ্যে রায় ঘোষণার সময় জঙ্গু ভূঁইয়া ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামে বাদী রবিউল ইসলাম ভূঁইয়াদের সঙ্গে আসামিপক্ষের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি কালিনগর বাজারে উভয়পক্ষের মধ্যে শালিস বৈঠক হয়। শালিসের পরদিন সকাল সাড়ে নয়টার দিকে বাদীর ভাই ফিরোজ ভূঁইয়াকে কালিনগর বাজার এলাকায় ধারালো গুপ্তি বুকে ঢুকিয়ে হত্যা করে। ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

গাজীপুর কথা

আরো পড়ুন