ঢাকা,  বৃহস্পতিবার  ২৫ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

কুমিল্লার ঘটনায় অপপ্রচারকারী আটক

প্রকাশিত: ০৪:৩৫, ১৫ অক্টোবর ২০২১

কুমিল্লার ঘটনায় অপপ্রচারকারী আটক

কুমিল্লায় পূজামণ্ডপের সহিংস ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আটক ওই যুবকের নাম গোলাম মাওলা।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে আসছিলেন গোলাম মাওলা। গোলাম মাওলা নামে-বেনামে ফেসবুক ও ইউটিউবে ছবি এবং ভিডিও এডিট করে পোস্ট করে জনমনে নেতিবাচক মনোভাব তৈরি করছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।
সাইবার মনিটরিংয়ের মাধ্যমে গোলাম মাওলাকে শনাক্ত করে আটক করেছে র‌্যাব।
কুমিল্লা নগরীর নানুয়ার দিঘীর উত্তরপাড়ের একটি পূজামণ্ডপে কোরআন শরিফ পাওয়ার অভিযোগ তোলার পর বুধবার সকাল থেকে শহরে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

গাজীপুর কথা

আরো পড়ুন