ঢাকা,  শনিবার  ২০ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

ঢাবি ক্যাম্পাসে মাদকসহ চারজন আটক

প্রকাশিত: ১৯:০৮, ২২ জুলাই ২০২১

ঢাবি ক্যাম্পাসে মাদকসহ চারজন আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাদকসহ চার বহিরাগতকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন- শাহীন হক শ্রাবণ (১৮), আরিফ আহমেদ (১৮), কাউছার আহমেদ (২৪) ও শাওন (১৮)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম গোলাম রব্বানী বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে তারা ক্যাম্পাসে ভিসি চত্বর থেকে মাতলামি করতে করতে যায় এবং মেয়েদের ইভটিজিংও করতে থাকে। লোকজনের সন্দেহ হলে তারা প্রক্টরিয়াল টিমকে খবর দেয়। পরে তাদের আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। তাদের একজনের সঙ্গে থাকা ব্যাগে কেরু অ্যান্ড কোং এর বাংলা মদের বোতল পাওয়া যায়।’

প্রক্টর আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে। কাউকে যদি এসব কাজে জড়িত পাওয়া যায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বন্ধ ক্যাম্পাসে কেউ যেন পরিবেশ নষ্ট না করে এবং এই করোনাকালীন ক্যাম্পাসকে সুন্দর রাখতে সবার সহযোগিতা কামনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম গোলাম রব্বানী।
 

গাজীপুর কথা

আরো পড়ুন