ঢাকা,  বৃহস্পতিবার  ১৮ এপ্রিল ২০২৪

Gazipur Kotha | গাজীপুর কথা

নোয়াখালীতে দুই ভুয়া র‍্যাবকে আটক

প্রকাশিত: ১৬:৩৪, ১১ জুলাই ২০২১

নোয়াখালীতে দুই ভুয়া র‍্যাবকে আটক

নোয়াখালীতে দুই ভুয়া র‍্যাবকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-১১ সদস্যরা।

শুক্রবার (৯ জুলাই) রাতে বেগমগঞ্জ উপজেলার পৃথক-স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে র‌্যাবের নকল প্যাড, নগদ টাকা ও একটি সিম উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউপির আবদুর রশিদের ছেলে মো. মাঈন উদ্দিন (৩৩) ও একই উপজেলার রফিকপুর ইউপির ইমাম আলীর ছেলে আবদুল মান্নান (৪৬)।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তারা র‍্যাবের সোর্স ও র‍্যাবের কাছের লোক পরিচয় দিয়ে ভুয়া প্যাড ব্যবহার করে চাঁদাবাজি করে আসছে। র‍্যাবের প্যাডে আটকের লিস্টে নাম দেখিয়ে আটকের লিস্ট থেকে নাম কাটাতে পারবে বলে মানুষের কাছ থেকে নগদ টাকা আত্মসাৎ করে আসছিলো।

তিনি আরও বলেন, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের র‌্যাব পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে জনগণের সঙ্গে প্রতারণার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বেগমগঞ্জ থানার হস্তান্তর করেছি।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান সিকদার বলেন, আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

গাজীপুর কথা

    আরো পড়ুন